ভারতের হরিয়ানা ও জম্মু–কাশ্মীর বিধানসভা নির্বাচনে সব বুথফেরত জরিপ ভুল প্রমাণ করে দিয়েছে ভোটের ফল। হরিয়ানায় টানা তৃতীয় মেয়াদে জয়লাভ করে হ্যাটট্রিক করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে জম্মু–কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেস জোট জয়ী হয়েছে। খবর বিডিনিউজের।
জম্মু–কাশ্মীরে বিধানসভার আসন ৯০টি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, সেখানে এনসি–কংগ্রেস জোট ৪৯টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতার মাইলফলক অতিক্রম করেছে। এই রাজ্যে সরকার গঠন করতে প্রয়োজন ৪৬ আসন। ওদিকে হরিয়ানার ৯০টি আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছে বিজেপি। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৪৬টি আসন। সেই সংখ্যা স্পর্শ করে ফেলেছে বিজেপি। আর কংগ্রেস পেয়েছে ৩৭ আসন। ভোট গণনার শুরুর দিকে হরিয়ানাতে এগিয়ে ছিল কংগ্রেস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে চিত্র পাল্টে যায়। অন্যদিকে দিল্লি ও পাঞ্জাবে জয়লাভ করলেও হরিয়ানা রাজ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কোনো আসনই পায়নি। তবে জম্মু ও কাশ্মীরে কিছুটা হলেও সাফল্য পেয়েছে দলটি। এখানকার ডোডা আসনে জয়লাভ করেছে তারা।