হরিনখাইন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পশ্চিম হরিনখাইন জুনিয়র ফুটবল একাদশ আয়োজিত প্রথমবারের মতো দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে হরিণখাইন আলতাফিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দক্ষিণ হরিনখাইন স্পোর্টিং ক্লাব ১০ গোলে জুলধা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শাহ আলম,তাসির ও সুজন। ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। রবিউল হোসেন বাদশার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও এয়াকুব গ্রুপের চেয়ারম্যান এম এয়াকুব আলী। উদ্বোধক ছিলেন সমাজসেবক মো. হারুন, বক্তব্য রাখেন ছিলেন মোরশেদ আলম, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, মোহাম্মদ সেলিম, ইসমাইল, ফরিদুল আলম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম মাস্টার, জাফর, এরশাদুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম গুজরা মুহাম্মদীয়া আদর্শ দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধদিশারী প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান চ্যাম্পিয়ন