হরিনখাইন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন দক্ষিণ হরিনখাইন স্পোর্টিং ক্লাব

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫২ অপরাহ্ণ

পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পশ্চিম হরিনখাইন জুনিয়র ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত প্রথম বারের মতো দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) রাতে হরিণখাইন আলতাফিয়া মাদ্রাসা মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির পর্দা নেমেছে।

ফাইনাল খেলায় জুলধা স্পোর্টিং ক্লাব বনাম দক্ষিণ হরিনখাইন স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্ধীতা করেন।

ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ পূর্বক এক সংক্ষিপ্ত আলোচনা সভা রবিউল হোসেন বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও এয়াকুব গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি এম এয়াকুব আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো হারুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদ আলম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, মোহাম্মদ সেলিম, ইসমাইল, ফরিদুল আলম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম মাস্টার, জাফর, এরশাদুল আলম, বেলাল উদ্দিন হায়দার, মনসুর আলম, আবদুল কাদের, ফারুক, জানে আলম, রহিম, মাসুদ, মনির, মিজানুর রহমান, ফোরকান, হাসান, নয়ন, রিয়াদুল হক রিজভী, শিহাবুল ইসলাম ও আরিফ।

১৬ টি দলের অংশ গ্রহনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলায় দক্ষিণ হরিনখাইন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জুলধা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন শাহ আলম। সহকারী রেফারি ছিলেন তাসির ও সুজন।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য গ্রাম পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এই ধরণের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে গ্রাম থেকে খেলোয়াড়দের যেমন প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, তেমনি পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রাও তাদের স্কিল বাড়ানোর সুযোগ পাবে।

এ রাজনীতিবিদ আরও বলেন, বাংলাদেশে খেলাধুলার প্রাণ ফুটবল। যদিও অনেক কারণেই ফুটবল তার সোনালি অতীত হারিয়েছে। এটিকে ফিরিয়ে আনার জন্য এ ধরনের টুর্নামেন্টের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনপ্রিয় ও আবেগময় খেলা ফুটবল। এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি করতেও এটি জরুরি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে চুরি হওয়া অর্ধকোটি টাকার পণ্যসহ কাভার্ডভ্যান উদ্ধার, আটক ৫
পরবর্তী নিবন্ধচসিকের ঘাট নিলামে জটিলতা, হাইকোর্টের নির্দেশে ৬ মাসের স্থগিতাদেশ