হরিণ ধরার ফাঁদে পড়ে কৃষকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৩:৫০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকায় হরিণ ধরার পাতানো ফাঁদে আটকা পড়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম মো. নুর উদ্দিন (৪০)। সে উপজেলার পন্থিছিলা কাদের ভূঁঞাপাড়ার নুর ইসলামের পুত্র। গত বুধবার রাত ১১টার সময় পন্থিছিলা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক নুর উদ্দীন পাহাড়ে জুম চাষ করতেন। প্রতিদিনের মতো বুধবারও নিজের কাজ শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। আসার পথে সে হরিণ ধরার পাতানো বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়েন। এসময় তার চিৎকার শুনে স্থানীয় এক প্রতিবেশি কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে নুর উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন বলেন, সে হরিণ ধরার ফাঁদে পড়েই নিহত হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি সুমন বণিক বলেন, এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরো বলেন, ফাঁদ বসিয়ে এভাবে বন্যপ্রাণী ধরা অপরাধ। অভিযোগ পেলে এ বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধইউপি চেয়ারম্যানকে ৩ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা যুবলীগের এক কমিটিতেই দশ বছর পার