হরিণী আমারাসুরিয়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার বামপন্থি প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারাসুরিয়াকে পুনর্নিয়োগ দিয়েছেন। এর আগে সেপ্টেম্বরে দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রীর পাশাপাশি আরও অনেকগুলো দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন। খবর বিডিনিউজের।

ওই সময় নিজ দলের প্রবীণ আইনপ্রণেতা বিজাথা হেরাথকেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। কিন্তু পার্লামেন্টে তার দল ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের আসন মাত্র তিনটি হওয়ায় পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দেন। ১৪ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ২২৫ আসনের পার্লামেন্টে দিশানায়েকের বামপন্থি জোট ১৫৯টি আসনে জয় পায়।

এরপর নতুন করে মন্ত্রিসভা ঢেলে সাজানোর সুযোগ পান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এ পর্যায়ে আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার পাশাপাশি হেরাথকে ফের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা থাকলেও নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে দিশানায়েকের একটি শক্তিশালী মন্ত্রী পরিষদ এবং সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল।

এই কারণেই নিজের নীতিগুলো বাস্তবায়নে নতুন করে জনসমর্থন পাওয়ার জন্য দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েই নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেন। নির্বাচন শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ত্রাণবাহী শতাধিক ট্রাকের বহরে লুটপাট
পরবর্তী নিবন্ধমণিপুরে পুলিশের গুলিতে বিক্ষোভকারী নিহত, বিজেপি-কংগ্রেসের অফিসে আগুন