জাজ মাল্টিমিডিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘মোনা’। যার কাজ গতকাল ২০ ডিসেম্বর সোমবার থেকে শুরু হয়েছে। জামালপুরে ঘটে যাওয়া ভিন্ন ধরনের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা আহমেদ রুবেল ও অভিনেত্রী দীপা খন্দকারকে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে কোথায় শুটিং হবে তা গোপন রেখে তারা জানায়, বিগ কাস্টিং ও অ্যারেঞ্জমেন্ট নিয়ে ‘মোনা’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খান।