হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার আটক করেছে ইরান

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে তারা হরমুজ প্রণালী থেকে একটি ট্যাঙ্কার আটক করেছে। বিবিসি জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তালারা নামের ট্যাঙ্কারটি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সিঙ্গাপুর যাচ্ছিল। আইআরজিসি জানিয়েছে, ট্যাঙ্কারটি ‘অননুমোদিত পণ্য বহন করে আইনের লঙ্ঘন করেছে’। কিন্তু তারা বিস্তারিত আর কিছু জানায়নি। খবর বিডিনিউজের। প্রকাশিত প্রতিবেদনগুলো বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ট্যাঙ্কারটি উচ্চ সালফারযুক্ত গ্যাসঅয়েল পরিবহন করছিল বলে ধারণা পাওয়া গেছে। সমুদ্র পথে নিরাপত্তা প্রদানকারী বেসরকারি কোম্পানি অ্যামব্রি জানিয়েছে, তালারা ট্যাঙ্কারটি সংযুক্ত আরব আমিরাতের আজমাইন থেকে রওনা হয়ে হরমুজ প্রণালী দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল, এ সময় তিনটি ছোট জলযান এর দিকে এগিয়ে যায়, এরপর এটি ‘হঠাৎ করে দিক পাল্টায়’।

পূর্ববর্তী নিবন্ধতৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : খসরু
পরবর্তী নিবন্ধসুভাষ দত্ত : চলচ্চিত্র নির্মাণের অনন্য কারিগর