মহানগর স্বেচ্ছাসেবক লীগ : বিএনপি–জামায়াতের হরতাল ও পুলিশ সদস্যকে হত্যার প্রতিবাদে নগরীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি, শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। হরতাল প্রতিরোধে নগরীর বিভিন্ন পয়েন্টে নগর স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অবস্থান নেন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর নেতৃত্বে নগরীর ২ নম্বর গেটের জয় বাংলা চত্বরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান ও দেবাশীষ আচার্য্য। নগরীর এঙেস রোড মোড়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু। এসময় বক্তব্য রাখেন তারেক মাহমুদ পাপ্পু, সুজিত দাশ, আজাদ খান অভি। আব্দুর রশিদ লোকমান ও মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়া এডভোকেট তসলিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ কার্য নির্বাহী সংসদের সদস্য আজগর আলি। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত মো. বেলালের নেতৃত্বে ভোর ৬টায় লালখান বাজার মোড়ে অবস্থান নেন সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে বায়েজিদ শেরশাহ মোড়ে ও মুরাদপুর ফ্লাইওভার এর নিচে অবস্থান নেন স্বেচ্ছাসেবক লীগ প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর তপু।
চকবাজার কাউন্সিলর : বিএনপি–জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গত ২ নভেম্বর সন্ধ্যায় নগরীর চকবাজারে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য মো. তারেক সুলতান, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ–সভাপতি আমিনুল হক রনজু, মো. আবদুল মান্নান, অ্যাড. নোমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মিন্টু, মোহাম্মদ নুরুন্নবী, আবু মোহাম্মদ আরিফ, সাইফুল ইসলাম রুবেল, নিজাম উদ্দিন আহাদ, অভিক কায়ছার হামিদ, মোহাম্মদ নাছির, মোহাম্মদ মিজানুর রহমান, সাদ্দাম হোসেন ইভান, গিয়াস উদ্দিন সাজিদ, মোহাম্মদ মিজানুর রহমান, সাকিবুল ইসলাম সাকিব, রাইসুল ইসলাম জিসান, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আরিফ। বিক্ষোভ মিছিলটি চকবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।