Home বৃহত্তর চট্টগ্রাম হরতালে বান্দরবান ছাড়েনি দূরপাল্লার যানবাহন

হরতালে বান্দরবান ছাড়েনি দূরপাল্লার যানবাহন

0

বান্দরবানে হরতালে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। তবে অভ্যন্তরীণ রুটগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। বিএনপির পিকেটিংবিহীন হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি বান্দরবান জেলায়।

এদিকে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মাঠে না থাকলেও হরতালের প্রতিবাদে বান্দরবান হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার সকালে সাড়ে দশটায় দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভার মেয়র সামসুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ প্রমুখ। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ বলেন, বিএনপি আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে। বিএনপির হরতাল কর্মসূচি দেশের জনগণ মানে না।