হেফাজতে ইসলামের ডাকা হরতালেও পরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম পরিবহন মালিক সমিতি।
আজ শনিবার (২৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির নেতারা। বাংলানিউজ
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বলেন, “গাড়ি অবশ্যই চলবে। মৌলবাদী অপশক্তিকে আমরা শক্ত হাতে রুখে দেবো।”
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা বলেন, “কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে। হরতালে গাড়ি চলাচলে কোনো ধরনের প্রভাব পড়বে না। গাড়ি স্বাভাবিক নিয়মেই চলবে।”
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (২৬ মার্চ) হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় আগামীকাল রবিবার (২৮ মার্চ) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।