হয়রানি, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে কয়েকজন ভুক্তভোগিরা। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সম্মেলনে এসব জানান। লিখিত সংবাদ সম্মেলনে ওবাইদুর রহমান জানান, তারা সবাই চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া মিয়াজিপাড়ার বাসিন্দা। তারা প্রত্যেকের চাকরিজীবী। চাকরির অর্থ দিয়ে গত তিনবছর আগে নগরের বাকলিয়ায় জায়গা ক্রয় করেন তারা।
সমপ্রতি বাড়ি নির্মাণ করতে গেলে কিছু সন্ত্রাসী ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধের হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আনোয়ারুল হক চৌধুরী, তাজুল ইসলাম, আমিনুল হক ও আজিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।