শহর কুতুব হজরত শাহসুফি আমানত খানের (রহ.) বার্ষিক ওরশ মাহফিল গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে ইউনুছ, খতমে খাজেগান, খতমে গাউসিয়া ও মিলাদ শেষে বিশেষ মোনাজাত। দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হয়রত শাহছুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের আওলাদ, সাজ্জাদানশীন মতোয়াল্লী শাহসুফি শাহজাদা সৈয়দ মুহাম্মদ এনায়েত উল্লা খান (প্রকাশ বড় মিয়া)। এনায়েত উল্লাহ খান বলেন, বর্তমানে দেশ, জাতি ও মাযহাব নিয়ে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। এসবকে কেন্দ্র করে দলাদলি, হিংসা, অনৈক্যের সৃষ্টি হয়েছে। আত্ম–অহমিকা, হিংসা, ক্রোধ, বিদ্বেষ, হানাহানি, অনৈতিক–অনৈসলামিক কার্যকলাপের দরুণ বর্তমানে বিশ্বে অস্থিরতা, যুদ্ধ, অশান্তি ছড়িয়ে পড়েছে। এখন সকল ভেদাভেদ দূর করতে শাহ আমানতের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হয়রত শাহসুফি শাহজাদা সৈয়দ মুহাম্মদ এনায়েত উল্লাহ খান।
মুনাজাতে উপস্থিত ছিলেন, সাজ্জাদানশীন শাহসুফি ফৌজুল কবীর, শাহসুফি সৈয়দ মুহাম্মদ খাজা বেলায়েত উল্লাহ খান আল হাসানী, শাহজাদা সালামত উল্লাহ খান, শাহজাদা ইজাজ উদ্দিন মো. আজিম খান, শাহজাদা আহমদ উল্লাহ খান, শাহজাদা হাফেজ মাওলানা মাহমুদ উল্লাহ খান, শাহজাদা মুহাম্মদ নুরু উল্লাহ খান, শাহজাদা মুহাম্মদ আহছান উল্লাহ খান, আমানত খান ফাউন্ডেশনের সমন্বয়কারী সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ, সৈয়দ মুহাম্মদ আরিফ উল্লাহ খান তাইফ, শাহজাদা ফরহাদ উদ্দিন মো. আলী খান ও শাহজাদা ফয়সাল উদ্দিন মো. আলী খানসহ আলেমওলামা ও মাশায়েখরা।
শাহসুফী হাকিম ইজাজ উদ্দিন নকশবন্দী : হযরত শাহ্ আমানত খান (রহ.) এর দরবার যে কোন দুর্দশাগ্রস্ত মানুষের ফরিয়াদ কবুলের স্থান। এ দরবার হতে যে কোন মজলুম মামলায় জর্জরিত অবস্থা থেকে মুক্তি লাভ করে থাকেন। হযরত বাবা শাহ্ আমানত (রহ.) এমন এক মহান অলিয়ে কামেল যার দরবারে অহরহ ফয়েজ লাভে ধন্য হচ্ছেন জাকেরিনরা। এ মহান অলিয়ে কামেল চট্টগ্রাম শহরের কুতুবিয়তের দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রাম নগরী তিলোত্তমা নগরীতে পরিণত হয়েছে। গতকাল সোমবার বাদে আছর হতে কুতুবুল আকতাব হযরত শাহ্ আমানত খান (রহ.)’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দরবারের সাজ্জাদানশীন শাহজাদা শাহ্ সুফী হাকিম ইজাজ উদ্দিন মুহাম্মদ আজিম খান নকশবন্দী মুজাদ্দেদী (ম.জি.আ) উপরোক্ত বক্তব্য রাখেন। আলোচনা শেষে খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, খতমে খাজেগান, খতমে ইউনুচ, মিলাদ কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মুহাম্মদ শাদমান খান প্রমুখ।
শাহজাদা বেলায়েত উল্লাহ্ খান : শাহেনশাহে বেলায়ত হযরত শাহ্সূফী আমানত খান (রহঃ) আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অতি উচ্চ স্তরের অলি হয়ে আল্লাহ্ ও রাসুলের (সাঃ) সন্তুষ্টির জন্য রাতদিন এবাদতে মশগুল থেকেও খুব সাধারণ জীবন যাপন করেছেন। মানুষের মধ্যে আধ্যাত্মীক সাধনা ও মানবিক চেতনা জাগ্রত করাই আল্লাহর অলীদের জীবন মিশন। হযরত শাহ্ সূফী আমানত খানের (রহ.) বার্ষিক ওরশে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে আওলাদে পাক ও সাজ্জাদানশীন হযরত শাহসূফী শাহজাদা সৈয়দ খাজা মো. বেলায়েত উল্লাহ্ খান আল হাসানী (ম.জি.আ) উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল সোমবার বাদে আছর শাহ্ সূফী আমানত খানের (রহ.) বার্ষিক ওরশ উপলক্ষ্যে দরবার শরীফ ও হযরত শাহ্ সূফী আমানত খান (রহঃ) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ওরশে আয়োজিত কর্মসূচিতে ছিল মিলাদ, ক্বেয়াম, আলোচনা সভা ও দোয়া মাহফিল। শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ্ খান মারুফ মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ মো. আরিফ উল্লাহ্ খান তাঈফ, সাহাবউদ্দীন হাসান বাবু, মশিউর রহমান খাদেম জনি, মোহাম্মদ মোরশেদুল ইসলাম, সাইফুদ্দীন আহমেদ মিহির, নেসার আহমদ মিন্টু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।