হযরত মোজাদ্দেদ্‌ আল ফেসানী (রা:) ওরশ মাহফিল

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১০:৪৩ পূর্বাহ্ণ

হযরত মোজাদ্দেদ্‌ আল-ফেসানী আবুল বরকত বদরুদ্দিন শায়খ আহমদ ফারুকী নকশ্‌বন্দী সেরহিন্দী (রা:) বার্ষিক ওরশ মাহফিলে বক্তারা বলেন- মোজাদ্দেদ আল ফেসানী ছিলেন সহস্রাব্দের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, সমাজ সংস্কারক ও আলোক বর্তিকা। তিনি ইসলামের বিভিন্ন ভাবধারাকে একস্রোতে নিয়ে আসেন। সিলসিলায়ে তরিকায়ে নকশ্‌বন্দীয়া মোজাদ্দেদীয়া রহমানিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় গত ১৬ অক্টোবর উত্তর হালিশহর ওয়ার্ডস্থ মোল্লাপাড়া হযরত শাহ্‌ সুফী মুফতি মাওলানা সৈয়দ আমিনুর রহমান নকশ্‌বন্দী আল-মোজাদ্দেদী (রা:) এর মাজার প্রাঙ্গণে মোজাদ্দেদ্‌ আল ফেসানী (রা:) এর ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক নকশ্‌বন্দী আল-মোজাদ্দেদী। আলোচক ছিলেন এস.এম. আবুল কাসেম, ডা. এস.এম. কামাল উদ্দিন ইউসুফ, মাওলানা মো. মঈনুদ্দীন হোসাইনি নকশ্‌বন্দি আল-মোজাদ্দেদি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বন্দর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আবু তাহের আল কাদেরী, চৌধুরী পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরহাদ আমিন নক্‌শবন্দী আল মুজাদ্দেদী। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ফকির লালন সাঁইজির স্মরণানুষ্ঠান
পরবর্তী নিবন্ধখুলশী থানা যুবদলের দোয়া মাহফিল