হযরত মুহাম্মদের (সা.) জীবনাদর্শ সমগ্র জাহানের জন্য শ্রেষ্ঠ সম্পদ

চুনতীর সীরতুন্নবী (সা.) মাহফিলের সমাপনীতে বায়তুশ শরফের পীর

| বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

চুনতীর ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিল গতকাল বুধবার লোহাগাড়া শাহ্‌ মনজিল সীরত ময়দানে শেষ হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন -মাওলানা হাফিজুর ইসলাম আবুল কালাম আজাদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাওলানা আহসান উল্লাহ, লোহাগাড়া বড় হাতিয়া এশায়াতুল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু নসর হাসান। কালামে পাক থেকে তেলাওয়াত করেন মুজাহিদুর রহমান, হাফেজ শহিদুল ইসলাম মিসবাহ, ক্বারী মাওলানা মুহাম্মদ রবিউল্লাহ, ক্বারী মাওলানা জালাল উদ্দীন মুনিরী, ক্বারী মাওলানা ওবায়দুল্লাহ আব্বাসী। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মাওলানা শামসুদ্দিন, মাওলানা ইউনুস আলী, আবু দাউদ মুহাম্মদ শাহ শরীফ ইকবাল, মবরুর হোছাইন ছিদ্দিকী, হাফেজ মাওলানা আবদুল হামিদ, আবদুল্লাহ আল আকরাম আল হাদী, শাহজাদা মাওলানা ইমাম বায়হাকী (ইতমাম), মুহি উদ্দিন তানভীর, মুহাম্মদ শাহেদুল আনোয়ার সাদ, হাফেজ মুহাম্মদ বাহরুল আছরার, শোয়াইব বিন হাবিব, শায়ের আবদুস শুকুর। দরসে কুরআন পাঠ করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা কামাল উদ্দিন। বিভিন্ন অধিবেশনে আলোচনা করেন অধ্যক্ষ মাওলানা শাহাদত হোছাইন, কাজী মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন, ড. মাওলানা ঈসা শাহেদী, চবি আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা আ ক ম আবদুল কাদের, বায়তুশ শরফের পীর শাহ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী, শাহজাদা মাওলানা ফানাফিল্লাহ বিন আজাদ, পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার মহাপরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামযা, ড. মাওলানা আ ফ ম খালিদ হোসাইন, উপাধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ শাহে আলম, চবি আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার, মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্‌ ছিদ্দিকী। আলোচনায় বায়তুশ শরফের পীর শাহ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, হযরত মুহাম্মদ (সা:) তামাম সৃষ্টি ও ভূ-মণ্ডলের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম রহমত। তাঁর সুমহান জীবনাদর্শ সমগ্র জাহানের জন্য নেয়ামত, শ্রেষ্ঠ সম্পদ। ড. মাওলানা ঈসা শাহেদী বলেন, সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার সম্পর্কে মানুষকে সচেতন ও সজাগ করতে আলেম-ওলামা, মসজিদের ইমাম-খতিব, শিক্ষক, সাংবাদিক ও সমাজ উন্নয়ন কর্মীদের এগিয়ে আসতে হবে। সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষকে ধর্ম সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে হবে। সঞ্চালনায় ছিলেন-অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হামিদুল হক
পরবর্তী নিবন্ধঘুরে দাঁড়াচ্ছেন চাক্তাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা