শেরে খোদা হযরত মওলা আলীর (রহ🙂 পবিত্র বেছাল দিবস উপলক্ষে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আওলাদে গাউছুল আযম মাইজভাণ্ডারী (কঃ) ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারীর (মঃ) ব্যবস্থাপনায় ওনার বাসভবনে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী (মঃ) বলেন, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রাঃ) ছিলেন ইসলামের সেবক ও ধৈর্যের প্রতীক। ইসলামের দুর্দিনে নিজের প্রাণ উৎসর্গ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন। হযরত আলী (রাঃ) –এর দারিদ্র ছিল জীবনের প্রধান বন্ধু। তাই হযরত মুহাম্মদ (সাঃ) ওনাকে সাহায্য করতেন । তিনি ইসলামের শক্তিশালী সেবক ছিলেন তাই আলী কে শেরে–খোদা বলা হয়। অনুষ্ঠানে মুসলিম উম্মাহর জন্য মোনাজাতে বিশেষ দোয়া করা হয়। বিশেষ করে গাজার নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।