মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশনের আয়োজনে শাহাদাত–এ আমিরুল মো’মেনীন সাইয়্যেদেনা মওলা আলী (আ.) স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশনের সদস্য সচিব ছৈয়দ মোহাম্মদ ছরোয়ার আলম শাহ মিডুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দরবার শরিফের সাজ্জাদানশিন, বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) প্রেসিডিয়াম মেম্বার আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। এতে সূচনা বক্তব্য রাখেন মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশনের আহবায়ক গবেষক শাহজাহান আলী খান। সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ, চবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর আক্কাস আহমদ, ছুফি সাধক মোহাম্মদ আব্দুল হাকিম, সাংগঠনিক পৃষ্ঠপোষক সোহেল আহমদ ইসলাম, মোহাম্মদ আলমগীর, শাহসুফি আবুল হাশেম মাইজভান্ডারী। এতে বক্তারা বলেন, হযরত আলী (রাঃ) ছিলেন ইসলামের সেবক ও ধৈর্যের প্রতীক। ইসলামের দুর্দিনে নিজের প্রাণ উৎসর্গ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন। তিনি ইসলামের শক্তিশালী সেবক ছিলেন তাই মওলা আলী কে শেরে–খোদা বলা হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন : বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আয়োজনে চট্টগ্রাম রহমানিয়া দরবার শরীফে ২১ মার্চ মাওলা আলী রাদিআল্লাহু আনহুর মহান শাহাদাত দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াতের সভাপত্বিতে সালাতু সালাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা, ইমামে আহলে সুন্নাত সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ্।
সৈয়দ আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্যে প্রাণপ্রিয় মাওলায়ে আলাকে যে নিজের ঈমান–দ্বীন–জীবনের মাওলা মনে করে না এবং নূরে রেসালাত পবিত্র আহলে বায়েতের প্রতি প্রাণের উর্ধ্বে ভালোবাসায় তাঁদের পক্ষে ও তাঁদের দুশমনদের বিপক্ষে নয় – সে মুসলিম নয়।
গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতি : গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতি বাংলাদেশের উদ্যোগে শেরে খোদা মওলা আলীর (রা.) শাহাদাতবার্ষিকী স্মরণে ফাতেহা গতকাল শনিবার ফটিকছড়িস্থ জাফত নগরস্থ বাগে হুদা খানকাহ শরিফে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন ১৭নং জাফত নগর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া, পীরজাদা মাওলানা সৈয়দ তাওসিফুল হুদা, মাওলানা মুফতি জসিম উদ্দিন আল কাদেরী, গাউছিয়া সমিতি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব জহির উদ্দিন বাবর, মোহাম্মদ রফিক উদ্দিন নুরুল আফসার, বখতিয়ার, সেলিম উদ্দিন, মাওলানা আলী শাহ নেছারী, ইসমাইল মাস্টার, দিদারুল আলম, জামাল সওদাগর, ডাক্তার হেলাল, মুহাম্মদ শাহজালাল, আনোয়ার পাশা। মিলাদ–কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা।