গত ১৪ ও ১৫ অক্টোবর হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ প্রাঙ্গনে ২ দিনব্যাপী ওরসে গাউছুল আজম দস্তগীর (রা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে সভাপতির বক্তব্য রাখেন আল্লামা শাহ্ সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট, আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ, শাহ আমিনিয়া ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় জা’নশীনে আমিনে মিল্লাত, আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন ও আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের সভাপতি পীরে ত্বরিকত আল্লামা শাহ্ সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মাঃজিঃআঃ) সভাপতিত্বে ও আল্লামা হাফেজ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় গাউছুল আজম দস্তগীর (রা.) কনফারেন্স মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন লালিয়ারহাট হোসাইনীয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী (মা.জি.আ.)। বিশেষ বক্তা ছিলেন প্রখ্যাত ওয়াজিম আল্লামা হাফেজ আজিজুল হক হোছাইনী, কাটিরহাট হযরত শাহজাহান শাহ্ (রহ.) দরগাহ জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, মাওলানা ফরিদুল আলম রেজভী। বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা বশির আহমদ জেহাদী, মাওলানা আবদুল হাই আল কাদেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী সাকিব, সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব, হাজী মুহাম্মদ আবদুর রহমান ভুঁঞয়া, মুহাম্মদ শাহাদাত হোসাইন, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসান ও দেশবরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরামগণ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিবর্গবৃন্দ। পরিশেষে মিলাদ কেয়াম, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে ২ দিনব্যাপী ওরসে গাউছুল আজম দস্তগীর (রহ.) কনফারেন্স সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।