হযরত বায়েজিদ বোস্তামীর (রা.) ওরশের প্রস্তুতি সভা

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৮ পূর্বাহ্ণ

হযরত বায়েজিদ বোস্তামীর (রা.) বার্ষিক ওরশ শরিফ আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা গত শনিবার দরগাহ অফিসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরগাহ পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নওশের আলী খান।

দরগাহ পরিচালনা কমিটির সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাডভোকেট মুহাম্মদ হুমায়ুন আকতার ও মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী এম এ আউয়াল, আব্দুর রহমান সওদাগর, ফজলুর রহমান সওদাগর, আবুল কালাম কন্ট্রাক্টর, দরগাহ শরিফের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি ছৈয়্যদ গোলাম সরওয়ার, সদস্য আব্দুর রহমান খাদেম, জাহাঙ্গীর আলম, মিলন মেহেদী, শাহাদাত হোসেন, আব্দুল মালেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় স্কুলছাত্র মুমিন হত্যার এক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসুলতান আবদুল হামিদ খান স্মরণে সেমিনার