হযরত দিলা মিঞা শাহ্ (রহ.) বার্ষিক ওরশ আজ রাউজানের নোয়াপাড়ার কচুখাইনস্থ দিলা ভান্ডার দরবারে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, কাওয়ালি মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।












