হযরত জালাল শাহ’র ওরশ উপলক্ষে সালাতু সালাম মাহফিল

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন ও ওরশ কমিটির উদ্যোগে গত ৩ ফেব্রুয়ারি পশ্চিম মাদারবাড়ি কমপ্লেক্স প্রাঙ্গণে ঈদে মেরাজ শরীফ, হযরত খাজা বাবা (:), হযরত জালাল শাহ (🙂 ওরশ মোবারক ও জামে আউলিয়া কেরাম পথ পুনরুদ্ধার সম্মেলন সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে ইখওয়ানে মারেফত ট্রাস্টের সাধারণ সম্পাদক ও জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি শাহীন হামিদ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্‌। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি রেজাউল কাওসার, মাওলানা শওকত শাহীন, হাফেজ ক্বারী মাওলানা ফরিদুল আলম, মাওলানা হাফেজ হোসাইন কুতুবী। আরও উপস্থিত ছিলেন, আব্দুল কাদের ইব্রাহীম, সামির সেকান্দার, মোঃ হাসান, মোঃ সেলিম, নুরুল আফসার, আব্দুন নূর, হাবিব, সোহেল আহমেদ, হাফেজ বেলাল, হাফেজ মিজান, হাফেজ সালাউদ্দিন, আঞ্জুমানে ইখওয়ানে মারেফত ট্রাস্ট সদরঘাট থানা শাখার সদস্যবৃন্দ, ইয়াকুব রানা, দিদার, তাহের, সুমন প্রমুখ। প্রধান মেহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ম্যানহাটন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শরীফ আলী আহমেদ ফাত্তাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাফেজ জান আলী শাহ আদর্শ মাদরাসায় পাগড়ি প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধইদ্রিস মিয়াকে সরাতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম