হযরত চিকন খলিফা মাদ্রাসার বার্ষিক সভা আজ

| বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

পটিয়া ছনহরা হযরত চিকন খলিফা সিদ্দিক আহমদ আলিম মাদ্রাসার বার্ষিক সভা ও হযরত চিকন খলিফা (রা.) বার্ষিক ওরশ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এতে ১ম অধিবেশনে হুইপ সামশুল হক চৌধুরী ও ২য় অধিবেশনে এমপি আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফয়সাল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। মাহফিলে সভাপতিত্ব করবেন ব্যবস্থপনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া। মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী সকলের উপস্থিতি কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার কদমতলীতে জয়কালী মন্দিরে ধর্মসভা
পরবর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি