হযরত গাউছুল আজমের তরিকত আত্মশুদ্ধির পাঠশালা

এশায়াত মাহফিলে অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ

| শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে এরশাদ করেছেন, আমি জ্বীন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য। এই মহান উপদেশ থেকে মানুষ যখনই দূরে সরে তখনই জীবনে নেমে আসে ব্যর্থতার কালো ছায়া। মানুষের মাঝে দুই ধরনের সত্ত্বা বিদ্যমান, ইনসানিয়্যত ও নফসানিয়্যত। ইনসানিয়্যত যখন প্রবল হয় নফসানিয়্যত তখন দুর্বল হয়। আল্লাহকে পাবার জন্য নবীর (দ.) পথ ধরে জীবন সাজানোর মাঝেই রয়েছে ইনসানিয়্যত অর্জনের রূপরেখা। আর এই পথের যারা মহান দায়িত্ব পালন করেন তারা নবীর উত্তরাধিকারী। বেলায়তের জগতে তাহারা অলি গাউস কুতুবসহ বিভিন্ন নামে পরিচিত। মহান আল্লাহর অনুগ্রহে সিরাতুল মোস্তাকিমের অনন্য রাহবার খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.)-কে পেয়েছি। যিনি তাওয়াজ্জুহর মাধ্যমে প্রিয় নবীর নূরে বাতেন মানব শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ লতিফায় দান করে নফসানিয়্যত সৃষ্টিকারী সব কিছুকে দূরীভূত করে ইনসানিয়্যতের হাকীক্বত প্রতিষ্ঠা করেন মানুষের অন্তকরণে।
তিনি গতকাল শুক্রবার বাদে জুমা নগরীর বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদ সম্মুখস্থ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলবিয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নেজাম উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুর খাঁন, চসিক কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক, লায়ন মুহাম্মদ আশরাফুল আলম, ব্যারিস্টার কফিল উদ্দিন, ৫১ নম্বর মক্কা শরীফ শাখার সভাপতি মাওলানা ইসহাক মুনিরী প্রমুখ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড কলোনি জামে মসজিদের খতিব মাওলানা মো. ইয়াহিয়া পারভেজ, আওয়ামী লীগ নেতা আকবর আলী আকাশ, আনোয়ার হোসেন বাবুল, চট্টগ্রাম দৃষ্টি চেয়ারম্যান মুহাম্মদ মঈনউদ্দিন ফরহাদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন লিটন, মোহাম্মদ শহিদুল ইসলাম দিনু, মুক্তিযোদ্ধা ছরওয়ার কামাল, দেলোয়ার হোসেন, মুহাম্মদ নুরুল আমীন চৌধুরী। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আবদুল হক, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দিন
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় বৃদ্ধা নিখোঁজ