হযরত কোরবান আলী শাহের ১০২তম বার্ষিক ওরশ কাল

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ডস্থ হযরত শাহছুফি কোরবান আলী শাহ (রাঃ) এর ১০২তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামীকাল শনিবার কোরবান আলী শাহ নগর মাজার প্রাঙ্গনে উদযাপিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। বিকাল থেকে সারা রাতব্যাপী খতমে গাউসিয়া, খতমে কোরআন, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, জিকিরআজকার, কাওয়ালি মাহফিল এবং সব শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশবাসীর শান্তি কামনায় আখেরী মুনাজাত ও তবারুক বিতরল। এন্তেজামেয়া কমিটির পক্ষ থেকে মোঃ ইব্রাহীম খলিল শাহ (শাহজাদা ইদ্রীস শাহ) সকল ভক্ত আশেকগণকে উপস্থিত হয়ে আউলিয়া কেরামের রুহানি ফয়েজ হাসিল করার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদুল ইসলাম পান্নুর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধড. সেলিম আইসিএমএবির প্রেসিডেন্ট নির্বাচিত