হযরত কোরবান আলী শাহের (রাঃ) ১০১তম বার্ষিক ওরশ আজ

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:১০ পূর্বাহ্ণ

বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ডস্থ হযরত শাহসুফি কোরবান আলী শাহ (রাঃ) এর শততম বার্ষিক ওরশ আজ শুক্রবার কোরবান আলী শাহ নগর মাজার প্রাঙ্গণে উদযাপিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হবে। বিকাল থেকে সারা রাতব্যাপী খতমে গাউসিয়া, খতমে কোরআন, মিলাদ মাহফিল, ছামা মাহফিল, জিকিরআজকার, কাওয়ালী মাহফিল এবং সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশবাসীর শান্তি কামনায় আখেরী মুনাজাত ও তবারুক বিতরণ করা হবে। এন্তেজামেয়া কমিটির পক্ষ থেকে মো. ইব্রাহীম খলিল শাহ (শাহজাদা ইদ্রীস শাহ) সকল ভক্ত আশেকগণকে উপস্থিত হয়ে রসূলে করীম (🙂 ও আউলিয়া কেরামের রুহানি ফয়েজ হাসিল করার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল বোটানিক্যাল সোসাইটি উদ্ভিদবিজ্ঞান সম্মেলন
পরবর্তী নিবন্ধআজ জামালখানে পিঠা প্রতিযোগিতা ও মাঘোৎসব