হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের উদ্যোগে সম্প্রতি কলেজ মিলনায়তনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান (অব.) প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মন্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করতে পারলে নিজেদেরকে অনেক সংকট থেকে মুক্ত রাখতে পারবো। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মেধাবী, তবে তোমাদের এই অর্জন উত্তরণ সম্মান মর্যাদাকে ধরে রাখতে হবে, স্থায়ী করতে হবে। লেগে থাকাটা জরুরি। তোমরা অন্যদের অনুসরণীয়, আদর্শ হবে। পেছনের দিকে তাকানো যাবে না। সাহসের অভাবকেই ভয় বলে। সাহস সঞ্চার করে এগিয়ে যাওয়ার পথে সব বাধা অতিক্রম করতে হবে। চারটা বিষয়ে আমাদের লক্ষ রাখতে হবে চিরকাল জ্ঞানার্জনের সাথে বইয়ের সাথে থাকতে হবে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে, একা নয় একতা, সবাইকে নিয়ে থাকতে হবে, থেমে থাকা যাবে না।
স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া। প্রভাষক মঈনুল আমীন আসিক ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো.আবদুল জব্বার, বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য গোলাম মোস্তফা মোহাম্মদ শায়েস্তা খান আল আযহারী, হযরত এয়াছিন শাহ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন, এয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন মহাজন, হলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কান্তি বড়ুয়া, দমদমা নুরুল উলুম আজিজিয়া দাখিল মাদরাসার সুপার মো. ইউনুচ, উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) তড়িৎ কান্তি বড়ুয়া ও ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.হারুনুর রশীদ। প্রেস বিজ্ঞপ্তি।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আলী আকবর তৈয়বী, সরওয়ার উদ্দীন কাদেরী ও মো. নুরুল আজম চৌধুরী।
সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে জান্নাতুল ফেরদৌস মোনতাহা ও সাবরিনা তালেব তানহা। মোনাজাত পরিচালনা করেন এম বেলাল উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।