সিটি কর্পোরেশনে সাবেক মেয়র মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনজুর আলম বলেছেন, হযরত উসমান ইবনে আফ্ফান (র.) বিশ্বাসীদের নেতা, দুই নুরের অধিকারী, আলগনি (উদার) ও পবিত্র কোরান একত্রকারী হিসেবে বিশ্বের মুসলমানদের নিকট তিনি অতীব পবিত্র ও সম্মানি ব্যক্তিত্ব। মনজুর আলম বলেন, হযরত উসমান (রা.) এর একজন ধনী ও নরম মনের অধিকারী খলিফা ছিলেন। হযরত উসমান (রা.) এর নেতৃত্বে ইসলামী সাম্রাজ্য বর্তমান ইরান ও আফগানিস্তান সহ কয়েকটি অঞ্চলে প্রসারিত হয়েছিল এবং আরমেনিয়া বিজয় শুরু হয়েছিল। তিনি বিশ্বাসীদের নেতা উদার ও দুই নূরের অধিকারী পবিত্র কোরান সংকলক উসমান ইবনে আফ্ফান (র.)-এর জীবনচরিত অনুসরণ করে পবিত্র ইসলামের পবিত্রতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
গতকাল শুক্রবার বাদ জুমা এইচ এম ভবন অডিটরিয়ামে হযরত উসমান ইবনে আফ্ফান (রা.) ওফাত বার্ষিকী উপলক্ষে হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র এম. মনজুর আলম এসব কথা বলেন।
আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় এ অনুষ্ঠানে আলোচনা করেন অত্র ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাহিদুল আলম, উপাধ্যক্ষ বাদশা আলম সহ অন্যরা। মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়্যদ ইউনুস রজভী। মোনাজাতে তিনি দেশ, জাতির সমৃদ্ধি ও সাবেক মেয়র এম. মনজুর আলমের পরিবার পরিজনের প্রতি আল্লাহর রহমত কামনা করেন। পরে উপস্থিত মুসল্লি ও দুঃস্থদের মাঝে তবারুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












