হযরত ইমাম হোসাইন (রা.) ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের প্রস্তুতি সভা

| শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৮:৫২ পূর্বাহ্ণ

হযরত ইমাম হোসাইন (রা.) বহুমুখী ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের উদ্যোগে ১০ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের প্রস্তুতি সভা গত ১১ জুলাই পটিয়াস্থ দক্ষিণ হুলাইনে ট্রাস্ট অফিসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্ট পরিচালিত এতিমখানার সভাপতি শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ লোকমান হাকিম বি.কম। প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মদ আবু বাকার আল কাদেরী। আলোচনায় অংশ নেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবু নোমান ইফতি, মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত হোসাইনী, মুহাম্মদ সাজ্জাদ হোসাইন। বক্তারা মাদ্রাসার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেখে ভূয়সী প্রশংসা করেন। সভাপতির বক্তব্য মুহাম্মদ লোকমান হাকিম সকলের প্রতি আসন্ন ১০ দিন ব্যাপী পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলে অংশগ্রহণসহ সার্বিক সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। পরিশেষে মিলাদ কেয়াম ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে ক্র্যাশ প্রোগ্রাম ও লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধনবীন মেলার বার্ষিক সভা