হযরত আহমদ ছাফা (রহ.) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এক সভায় মাদ্রাসার আজীবন দাতা সদস্য সমাজসেবক মোহাম্মদ ফরিদুল আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আজিমুল গনি এই সম্মাননা স্মারকটি তুলে দেন। মাদ্রাসার পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁর শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় বক্তারা বলেন, মোহাম্মদ ফরিদুল আলম দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, যা সকলের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। সম্মাননা স্মারক প্রদান শেষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












