হযরত আমানত শাহ’র ওরসে দেশ ও জাতির কল্যাণে দোয়া

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ৯:৫১ পূর্বাহ্ণ

হযরত শাহসুফি আমানত শাহের (রহ.) বার্ষিক ওরস শরীফ উপলক্ষে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দরবার প্রাঙ্গণ। এ উপলক্ষে পবিত্র কোরান থেকে তেলাওয়াত, খতমে খাজেগান, মিলাদ, আলোচনা সভা ও জিকিরের আয়োজন করা হয়। গতকাল শনিবার ওরশ উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত পরিচালনা করেন আওলাদে পাক শাহজাদা সৈয়দ মোহা : খাজা বেলায়েত উল্লাহ খান আল হাসানীর বড় শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ। তিনি বলেন, বর্তমানে দেশ, জাতি ও মাযহাব নিয়ে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। এসবকে কেন্দ্র করে দলাদলি, হিংসা, অনৈক্যের সৃষ্টি হয়েছে। সকল ভেদাভেদ দূর করতে শাহ আমানতের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি এডভোকেট ইকবাল হোসেন মাহবুব, নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম নোবেল, শাহজাদা রুম্মান, এরশাদ রহমান রুবেল, শওকত হোসেন সবুজ, জনি খাদেম, রাজিব দাশ, এহতেশামুল আলম জিসান, শফিকুল ইসলাম, মিন্টু সহ আশেক ভক্তবৃন্দ।

ইজাজউদ্দিন মুহাম্মদ আজিম খান : গতকাল হযরত শাহ সূফী আমানত খান (রহ:)’র বার্ষিক ওরশ শরীফে আখেরি মোনাজাতে দরবারের অন্যতম সাজ্জাদানশীন বাবাজান কেবলার আওলাদ পীরে তরীক্বত আলহাজ্ব শাহ্‌ সূফী শাহজাদা হাকিম ইজাজউদ্দীন মুহাম্মদ আজিম খান (:জি:🙂 বলেন, মজলুমদের জালিমের হাত থেকে রক্ষা করতে চট্টগ্রাম শহরে কুতুবিয়তের দায়িত্ব নিয়ে আসেন হযরত শাহ্‌ আমানত খান (রহ🙂। যখন থেকে চট্টগ্রাম শহরের কুতুবিয়তের দায়িত্বে আরোহন করেন সেই সময় থেকে আজ চট্টগ্রাম নগরী তিলোত্তমা নগরীতে পরিণত হয়ে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে উঠে। ওরশ শরীফের আখেরী মোনাজাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মুহাম্মদ ফাইয়াজ আদহাম খানসহ দরবারের আওলাদগণ, গণ্যমান ব্যক্তি, ভক্ত্তআশেকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশঙ্খে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ
পরবর্তী নিবন্ধনগরীতে গাঁজাসহ গ্রেপ্তার ১