হযরত আবদুল হাকিম মাইজভাণ্ডারী (র.) এর বার্ষিক ওরশ ২৫ ও ২৬ জানুয়ারি

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ্‌ আল মাইজভাণ্ডারী (.) এর বার্ষিক ওরশ উদযাপন উপলক্ষে এনতেজামিয়া কমিটির সভা গতকাল মঙ্গলবার আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মোস্তফা হাকিম শিল্প গ্রুপের পরিচালক ও এন্তেজামিয়া কমিটির সভাপতি মোহাম্মদ নিজামুল আলম। সভায় আগামী ২৫ ও ২৬ জানুয়ারি হযরত খাজা আবদুল হাকিম শাহ্‌ আল মাইজভাণ্ডারী (.) এর ওরশ শরীফ উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওরশের প্রধান দিবস অনুষ্ঠিত হবে ২৬ জানুয়ারি। হযরত খাজা আবদুল হাকিম শাহ্‌ আল মাইজভাণ্ডারী (.) এর ২৮তম ওরশের কর্মসূচির মধ্যে রয়েছেখতমে কোরআনেপাক, মাজুমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সা.), খতমে গাউসিয়া শরীফ, মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারুক বিতরণ। ২৫ জানুয়ারি ওরশ উপলক্ষে হযরত খাজা আবদুল হাকিম শাহ্‌ আল মাইজভাণ্ডারী (.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা শেখ হাসিনা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতি মোহাম্মদ নিজামুল আলম বলেন, সত্য ও ন্যায় নীতির উপর ভিত্তি করে আমার পিতা আদর্শ জীবন যাপন করেছেন। আমার দাদা আজীবন অলি আওলিয়ার খেদমতে নিয়োজিত ছিলেন।

আমরা দাদা ও পিতার দেখানো পথেই মানবসেবাসহ অলি আউলিয়াদের খেদমতে নিয়োজিত আছি। আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করে ১৯৭৭ সাল থেকে মানবতার সেবা করে যাচ্ছি। এতে অন্যদের মধ্যে এন্তেজামিয়া কমিটির সদস্য শাহীন আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, নুরুল আলম ভুট্টু, মোহাম্মদ ইব্রাহীম, জানে আলম, ফরিদ আহমদ মুরাদ, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, অধ্যক্ষ বাদশা আলম, মোহাম্মদ শাহজাহান আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধন্যাম সম্মেলনে যোগ দিতে উগান্ডা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী