হবিগঞ্জ গ্যাসফিল্ডের তিন নম্বর কূপ থেকে যুক্ত হবে ৮০ লাখ ঘনফুট গ্যাস

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ডের ৩ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হচ্ছে। রোববার রাত সাড়ে ৯টায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট গ্যাস ফিল্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর বাপেক্স কূপটির সংস্কার কাজের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়। আগামী ১০ বছরে ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। যার দাম আসবে ৪ হাজার ৭০০ কোটি টাকা। খবর বিডিনিউজের। ১৯৯৪ সাল থেকে ৩ নম্বর কূপ দিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল। তবে গত বছরে কূপটি বন্ধ হয়ে যায়। ওই কূপ দিয়ে গতকাল থেকে নতুনভাবে গ্যাস প্রাপ্তির বিষয়টি দারুণ সুখবর সংবাদ হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ। এছাড়া রশিদপুর১১ ও ১৩ কূপ খননের প্রকল্প চলমান রয়েছে। এ কাজ সফলভাবে শেষ করা গেলে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়বে বলে আশা করছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ির পাহাড়ে রামুর যুবকের ঝুলন্ত মরদেহ
পরবর্তী নিবন্ধ১৭ দিন পর ঢাকা মেডিকেল ছেড়েছেন নুর