হবিগঞ্জ শহরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের মধ্যে বিএনপির ডাকা সমাবেশ পণ্ড হয়ে গেছে। এতে বিএনপি ও পুলিশের অন্তত অর্ধ-শতাধিক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের শায়েস্তানগরে গতকাল বুধবার বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। খবর বিডিনিউজের।
সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা জানান। অপরদিকে পুলিশের বুলেট ও টিয়ার গ্যাস শেলে বিএনপির অনেক কর্মী-সমর্থক আহত হন বলে দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আহতদের মধ্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগনসহ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির কার্যলয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা সমাবেশে জড়ো হতে থাকেন। সকালে শায়েস্তানগর প্রবেশমুখে রাস্তায় সমাবেশ করায় তাতে পুলিশ বাধা দেয়। এ নিয়ে বিএনপি নেতকর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। বিএনপি নেতাকর্মীরা যেন কার্যালয়ের সামনে থেকে প্রধান রাস্তায় বের হতে না পারেন সেজন্য পুলিশ রাস্তার মুখে অবরোধ দিয়ে রাখে। বেলা দেড়টার দিকে যুবদল নেতাকর্মীরা প্রধান সড়কে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও যুবদল নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়; শায়েস্তানগর পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ শহরে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। যুবদল নেতাকর্মীদের প্রধান সড়কে আসার সময় পুলিশি বাধার মুখে সংঘর্ষ লেগে যায়; এতে শায়েস্তানগর পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে পিছু হটে বিএনপি নেতাকর্মীরা। কিছুক্ষণ পরে আবার পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আরেক দফা সংঘর্ষ বাধে। বেলা আড়াইটার দিকে বিএনপি নেতাকর্মীরা রাস্তা ছেড়ে চলে যান।
বিএনপি নেতাকর্মীরা জানান, সংঘর্ষে আহত জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগনসহ কয়েকজনকে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।