হবিগঞ্জে বগি লাইনচ্যুত,সিলেটের ট্রেন যোগাযোগ বিঘ্নিত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৭:২৮ পূর্বাহ্ণ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট বিভাগের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে।চট্টগ্রাম থেকে তেল নিয়ে ছেড়ে যাওয়া সিলেগামী তেলবাহী ট্রেনটি গতকাল বুধবার রাত ৮টা ১০ মিনিটে বাহুবল উপজেলার রাতারগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে বলেন, সিলেটের হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এটি এখনো (গতকাল রাত ১১টা পর্যন্ত) উদ্ধার করা হয়নি। তবে চট্টগ্রাম থেকে সব ট্রেন ঠিক মতো ছেড়ে গেছে। রাতে সিলেটের উদ্দেশ্যে উদয়ন ছেড়ে গেছে। সেটি পৌঁছতে পেীঁছতে লাইনচ্যুত বগি উদ্ধার হয়ে যাবে। জানা গেছে , সিলেটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি রাতেরগাঁও এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেট বিভাগের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ১২টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবন্দর-পতেঙ্গা ও বোয়ালখালী আসনে সর্বোচ্চ প্রার্থী
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে দালাল গ্রেপ্তার