চট্টগ্রামের চন্দনাহশে কর্মরত উপজেলার বরমা এলাকার বাসিন্দা জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার চন্দনাইশ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুকের ৪ মাসের শিশু সন্তানের জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার পরিবার।
জানা যায়, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারকের ৪ মাসের একমাত্র ছেলে সন্তান এস এম আবদুর রহমান। আলিফ এ বয়সে হদরোগে হার্টের সমস্যায় জর্জরিত। তাকে খুব দ্রুত সময়ের মধ্যে ভারতে নিয়ে চিকিৎসা করার পরার্মশ দিয়েছেন চিকিৎসকেরা।
চিকিৎসার জন্য তার প্রয়োজন প্রায় ১০ লক্ষ টাকা, কিন্তু মফস্বলের সংবাদকমী মোহাম্মদ ওমর ফারুকের পক্ষে এত ঢাকা জোগাড় করা কঠিন। তাই তিনি দেশে ও প্রবাসের ধর্নাঢ্য হৃদয়বান ব্যাক্তিদের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি।
আর্থিক সহায়তা পাঠানোর নাম্বার জনতা ব্যাংক, দোহাজারী শাখা। চন্দনাইশ, চট্টগ্রাম হিসাব নং। ০১০০২৫২০০৩০৪০,
সােনালী ব্যাংক, মৌলভীবাজার শাখা, চন্দনাইশ, চট্টগ্রাম, হিসাব নং ১২১০৪৩৪০৫৩০২৬। বিকাশ ব্যক্তিগত নাম্বার ০১৮১৯১১৮৪৮৫, নগদ ব্যাক্তিগত নাম্বার ০১৮১২৬০৫৫০৩।