হত্যা মামলায় বান্দরবানে ৩ জনের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বান্দরবানে হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামিদের মাঝে ২ জন কারাগারে এবং অপরজন পলাতক রয়েছে। গতকাল সোমবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইঁয়ার আদালত এই আদেশ দেন।
আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ১৯৯১ সালের এগারো এপ্রিল জেলার
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দার গোলাম কাদেরের পুত্র আব্দুর রহমানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় নিহতের বড়ভাই জহির আহাম্মদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাক্ষ্য গ্রহণের পর উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত অভিযুক্ত ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. নুরুল কবির প্রকাশ নুরাইয়া, ফয়েজ্জ এবং গিয়াইস।
আদালতের পিপি অ্যাডভোকেট ইকবাল করীম বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ৩০২ ধারায় যাবজ্জীবন বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামসহ সদস্যরা
পরবর্তী নিবন্ধকাথরিয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ সদস্যের অভিযোগ ডিসি অফিসে শুনানি