হত্যা মামলার পলাতক আসামি ২০ বছর পর গ্রেপ্তার

| শনিবার , ২০ জানুয়ারি, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে ২০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। হাটহাজারী থানাধীন ফতেপুর আলাওল পাড়া এলাকায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১২ টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। খবর বাসসের।

র‌্যাব, চট্টগ্রাম জানায়, একদল ডাকাত ২০০৪ সালে হাটহাজারী থানা এলাকায় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতিকালে একজনকে নৃশংসভাবে হত্যা করে। ওই ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা হয়। মামলার পর তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে বিচার কার্যক্রম চলাকালে আসামি হাটহাজারী ফতেপুর এলাকার আহম্মেদুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন প্রকাশ মানিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

র‌্যাব৭ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত সাড়ে ১২ টায় ফতেপুর থেকে তাকে আটক করতে সক্ষম হয়। আটক আসামি বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২০ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল বলে স্বীকার করেছে। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট ২৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত
পরবর্তী নিবন্ধঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসায় দস্তারবন্দী সম্মেলন