হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে সালমান ও আনিসুল

আদালতে ঝাড়ু দেখিয়ে মিছিল, ডিম নিক্ষেপ ১২ দেশের মুদ্রা নিয়ে পালাচ্ছিলেন সালমান আনিসুলের কাছে ছিল দুই দেশের

| বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হকার শাহজাহানকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত এই আদেশ দেয়। রিমান্ড শুনানিতে হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুলকে গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে হাজির করা হয়। এর আগে শাহজাহান আলী হত্যায় ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ঘনিষ্ঠ এই দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। খবর বিডিনিউজের।

গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকার পাপোশ বিক্রেতা শাহজাহান হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম অজ্ঞাতদের আসামি করে এ মামলা করেন। গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ডের শুনানিতে হাজির করতে গতকাল বিকালে আদালতে নেওয়া হয়। কড়া নিরাপত্তায় বিকাল ৫টা ৫৬ মিনিটে সালমান ও আনিসুলকে আদালতে নিতে ঢাকার মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় বের করা হয়। বিকাল সাড়ে ৬টার দিকে তাদেরকে ঢাকার মুখ মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। এর আগে সালমানআনিসুলকে বহনকারী প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গনে পৌঁছলে চারদিক থেকে ঘিরে ধরে তাদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় আইনজীবী, সাংবাদিক ও সাধারণ মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে। রিমান্ড শুনানির জন্য এদিন আদালত প্রাঙ্গনে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়।

তাদের আদালতে নেওয়ার পর তাদের দিকে ডিম ছুঁড়েছেন উপস্থিত আইনজীবীরা। ঝাড়ু হাতে মিছিল করেছেন আইনজীবীদের একটি দল। তাদের বহনকারী প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গণে পৌঁছালে চারদিক থেকে ঘিরে ধরে তাদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন বিএনপিপন্থি আইনজীবীরা। উপস্থিত আইনজীবী ও লোকজন নানা স্লোগান দিচ্ছিলেন। দুজনের ফাঁসিও দাবি করা হয় সেসব স্লোগানে। সেখানে ঝাড়ু হাতে মিছিলে জামায়াত সমর্থিত আইনজীবী আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবীকে দেখা যায়। তাদের সঙ্গে অন্যান্য লোকজনও ছিল। খবর বিডিনিউজের। সালমান ও আনিসুলকে আদালতে নেওয়ার সময় এবং সন্ধ্যায় আদালত থেকে বের করে ডিবি অফিসে নেওয়ার সময় তাদের বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছুড়ে মারেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। ডিম ফেটে গাড়ির সামনের কাচ ঘোলা হয়ে যায়। সেই অবস্থাতেই চালক সেটি চালিয়ে মিন্টো রোডের পথ ধরেন।

সালমান এফ রহমান ও আনিসুলকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পরই হেফাজতে নেওয়ার কথা জানিয়েছিল ডিবি। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার কথা বলছে পুলিশ। ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেছেন, নৌপথে ‘পালানোর সময়’ তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার এক মামলায় ‘ইন্ধনদাতা’ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

১২ দেশের মুদ্রা নিয়ে পালাচ্ছিলেন : সালমান এফ রহমান ১২টি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন বলে তার রিমান্ড আবেদনে বলেছে পুলিশ। গ্রেপ্তারের পর সেখানে তাকে তল্লাশি করে এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায় বলে গতকাল রিমান্ড আবেদনের বর্ণনায় লিখেছেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সজীব মিয়া।

রিমান্ড আবেদনের বর্ণনায় বলা হয়েছে, সালমান এফ রহমানের কাছে থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে ৮ হাজার দিরহাম, উজবেকিস্তানের ১৩ লাখ সোম, ১১ হাজার ৬৫০ রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরী ডলার, দেড়শ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৫০ হাজার টাকা, ভুটানের ৬ হাজার ২৩০ গুলট্রাম, ১ হাজার রুপি, থাইল্যান্ডের ৩ হাজার ৩২০ বাথ জব্দ করা রয়েছে। গ্রেপ্তারের সময় সালমান এফ রহমানের কাছ থেকে পাঁচটি সবুজ রঙের পাসপোর্ট ও একটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার তথ্য রিমান্ড আবেদন যুক্ত করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছে ১৭ হাজার ৫১২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুরী ডলার ও তিনটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে বলে রিমান্ড আবেদন বলা হয়েছে।

ছাত্রজনতার ওই আন্দোলন অগাস্টের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের রূপ পাওয়ার পর সারা দেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ৫ অগাস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে। সালমান এফ রহমান ৫ অগাস্ট শেখ হাসিনার সঙ্গে একই বিমানে দেশ ছাড়েন বলে এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন ঢাকার পুলিশ তাকে সদরঘাট থেকে গ্রেপ্তারের কথা বলছে।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যবিরোধী ছাত্রদের দাবির মুখে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধটুকু ও পলক গ্রেপ্তার