হত্যা মামলায় সন্দ্বীপের কাউন্সিলরসহ আ.লীগ নেতা আরেফীন গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৯:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় জুতার দোকানের কর্মচারী শহিদুল ইসলাম হত্যা মামলায় সন্দ্বীপের ওয়ার্ড কাউন্সিলর মো. ইউসুফ চৌধুরী (৫২) ও আওয়ামী লীগ নেতা শামশুল আরেফীন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাতে সিঙ্গাপুর মার্কেট ও হালিশহরের রহমানবাগ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট নগরীর বহদ্দারহাট এলাকায় গুলিতে নিহত হন জুতার দোকানের কর্মচারী শহিদুল ইসলাম (৩৭)। এ ঘটনায় তার ভাই চান্দগাঁও থানায় হত্যা মামলা (নং-১৫) দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা মামলার অভিযুক্ত আসামি।

গ্রেপ্তার ইউসুফ চৌধুরী সন্দ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের সদস্য। আর শামশুল আরেফীনের মূল বাড়ি ফেনীতে হলেও তিনি হালিশহরের রহমানবাগ আবাসিকে বসবাস করতেন। তিনি মহানগর ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ফেনীর নিজাম হাজারির ক্যাডার বলে অভিযোগ রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, ‘মো. ইউসুফ চৌধুরী ও শামশুল আরেফীনকে চান্দগাঁও থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আনন্দ মিছিল