হত্যা, ধর্ষণ এবং দস্যুতা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব–০৭। গত শনিবার রাতে নগরের বাকলিয়া, বন্দর, সীতাকুণ্ড এবং ফেনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলেন, বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মো. রহিম (৩৯), সীতাকুণ্ড গুলিয়াখালী এলাকার মো. হাসান (২৫), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সনমান্দি এলাকার মো. শাহ জালাল (২৯) ও বাগেরহাটের বারইখালী এলাকার মো. তাওহিদুল ইসলাম (২৩)। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত রহিম বাকলিয়া থানার সাকিব হত্যা মামলার আসামি। এছাড়া হাসান ও তাওহিদ ধর্ষণ এবং শাহ জালাল দস্যুতা মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।