হত্যা ও গণগ্রেফতার বন্ধে রাবিপ্রবির শিক্ষার্থীদের সড়কে বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ৩:১৮ অপরাহ্ণ

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা, নিপীড়ন ও গণগ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে রাবিপ্রবি ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশে আসামবস্তি রাঙামাটি-কাপ্তাই সড়কে বিক্ষোভ মিছিল করে এবং সড়কে ১০-১২ মিনিট অবস্থান নেয়। এরপর আবার বিক্ষোভ মিছিলটি রাবিপ্রবির প্রধান ফটকের সামনে শেষ হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গিয়াস উদ্দিন ও আব্দুস সাত্তার বক্তব্য রাখেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় বক্তারা বলেন, ‘একটা যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নির্বিচারে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে। এখন গণগ্রেফতার করা হচ্ছে। শিশু-কিশোরদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে। আমরা এসবের প্রতিবাদ জানাই। সকল হত্যার বিচার চাই। জেলে আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা হয়রানি বন্ধ চাই।’

এদিকে, কর্মসূচির শেষে সকাল ১০টার দিকে রাবিপ্রবি ক্যাম্পাসে পৌঁছায় পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এতে করে কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি হয়নি। তবে রাবিপ্রবি শিক্ষার্থীদের অভিযোগ, আসামবস্তি বাজারে পুলিশ শিক্ষার্থীদের আটকে রাখায় অনেকেই কর্মসূচিতে যেতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধআটক সকল শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বিয়ের ১ মাসের মাথায় যুবকের আত্মহত্যা