হত্যার হুমকি দিয়ে শেখ হাসিনাকে দমানো যাবে না

প্রতিবাদ সমাবেশে বক্তারা

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

স্বাধীনতা নারী শক্তি: নারীর অধিকার এবং স্বাধীনতা খর্বকারী সাম্প্রদায়িক গোষ্ঠির পক্ষে পশ্চিমা বিশ্বের অবস্থান এবং জাতির পিতার কন্যাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম১১ আসনের সংসদ সদস্য এম. . লতিফের প্রতিষ্ঠিত স্বাধীনতা নারী শক্তি। গতকাল ২৯ মে বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলেবাংলা মায়ের পবিত্র মাটি হতে দিব না আর জঙ্গি তৈরির ঘাঁটি, মৌলবাদী আর জঙ্গি বিএনপির সঙ্গী, মৌলবাদের দিন শেষ, অসাম্প্রদায়িক বাংলাদেশশ্লোগান সম্বলিত বিভিন্ন প্লেকার্ড নিয়ে স্বাধীনতা নারী শক্তির নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে এম. . লতিফ এমপি বলেন, পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান, ইরানের মত ধর্মান্ধ তালেবানী রাষ্ট্রে পরিণত করতে চায় । যদিও তারা গণতন্ত্রের আবরণে জঙ্গিবাদ ও মৌলবাদকে বিশ্বাস করে। অতীতে বিএনপিজামায়াত ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা এসে কঠোরহস্তে এই জঙ্গিবাদ ও সন্ত্রাসী গোষ্ঠিকে নির্মূল করে বিশ্বে প্রশংসিত হন। নারীদের ক্ষমতায়ন করে বিশ্বের বুকে নারী জাগরণে রোলমডেলে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিবে দেশের আপামর জনতা।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. আসলাম, চিটাগাং চেম্বার পরিচালক মোহাম্মদ আদনানুল ইসলাম, লবণ শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইমাম হোসেন, বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, আহমেদ আবদুর রহিম, লুৎফুল এহসান শাহ, স্বাধীনতা নারী শক্তির পরিচালক মনিকা ভট্টাচায্য, সাইকা দোস্ত, রোকসানা আক্তার ভুলু, গুলতাজ বেগম শান্তা, পারভিন আক্তার সোনিয়া, মোহছেনা আক্তার, শাহিনুর আক্তার, আমেনা খাতুন, অধ্যাপক বিবি মরিয়ম, রুনা আক্তার, সৈয়দা ইসরাত জাহান, গোল নাহার, নুর বেগম নুরী, জোলেখা বেগম, হালিমা বেগম, মাহাবুব আরা, জাহিদা আক্তার, শাহনাজ বেগম প্রমুখ।

সীতাকুণ্ডে মহিলা আওয়ামী লীগ : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সারাদেশে বিএনপিজামায়াতের আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সীতাকুণ্ড পৌর সদরে গত রবিবার এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সুরাইয়া বাকেরের সভাপতিত্বে ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুর আক্তার বিউটির পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য দেলোয়ারা ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তি প্রভা পালিত, সৈয়দা রাজিয়া মোস্তফা, রুমানা আক্তার নাসরিন, সেলিনা আক্তার, লিপি দেওয়ানজি, পারভীন আক্তার, রেজোয়ানা শারমিন, জাহানারা নাজনীন, নার্গিস আক্তার, আনোয়ারা বেগম, নাজনীন আক্তার পান্না, নার্গিস আক্তার, কামরুন নাহার নিলু।

মহানগর মৎস্যজীবী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ। পরবর্তীতে মিছিলটি মহানগর আওয়ামী লীগ আয়োজিত লালদিঘীর মাঠের জনসভায় মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আমিনুল হক বাবুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি কাউসারুজ্জামান, এ কে ফজলুল হক, হাফেজ ইসমাইল, সেলিম উল্লাহ, রাসেল বড়ুয়া, নুরুল আমিন, আবুল বশর, আনসার হোসাইন, প্রবীর দাশ, শামসুল আলম, মো. জসীম উদ্দিন, সাইফুদ্দিন রাসেল, জয়নাল আবেদীন, আবদুল নুর টিপু, আবদুল মোনাফ, সালাউদ্দিন মুসা, মো. ইউসুফ, সেলিম উদ্দিন শেখু, ছৈয়দ নুর, আবদুল শুক্কুর, মো. ইউসুফ, রুবেল, আবদুল মুনাফ, মো. মোস্তফা, মো. ইলিয়াছ, রুবেল, হাবিব, জসিম, সাব্বির, এমদাদুল হক ইমু প্রমুখ।

১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক, মোঃ কামরুল ইসলাম, মোঃ মহসীন, গোলাম মোহাম্মদ দস্তগীর, মোঃ সাইফুল ইসলাম, কাজী মোঃ কায়ছার, জাতীয় শ্রমিক লীগ নেতা রাজেশ বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সহসভাপতি সৌমেন বড়ুয়া, নগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য বিন মোঃ ফয়সাল, নুরুল ইসলাম সুমন, মোস্তফা কামাল, রেজাউল করিম মামুন, নগর ছাত্রলীগের সহসম্পাদক মোঃ রেজাউল করিম রিটন, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা শেখ মোঃ নাজমুল, সিরাজুল ইসলাম অভি, মোঃ তারেকুল ইসলাম, মীর মোহ সাহেদ, আবদুল রকিব, মোঃ তানভীর, সোলেমান বাদশা, শামীম আজাদ, নুর মোঃ রুবেল, জাহেদুল ইসলাম প্রমি, আল আমিন, আহম্মেদ বাপ্পি, ইফতেকার আবির, মহিম আজম, মুমিনুল হক সুমন, মো. সাজ্জাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নের বাজেট ঘোষণা
পরবর্তী নিবন্ধফ্রোবেল প্লে স্কুলের প্রি-স্কুল গ্রেজুয়েশান সেরামনি