স্বামী লিটন অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার
স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে ৯ বছর পালিয়ে থাকার পর অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে ঘাতক স্বামী আবুল হোসেন ওরফে লিটন (৪৫)।
২০১৪ সালে পাহাড়তলী এলাকার ভাড়া বাসায় নাসিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে হত্যার পর লাশ ড্রামে ভরে গুম করে রেখে পালিয়ে যায় আবুল হোসেন ওরফে লিটন। এমন নির্মমভাবে হত্যার পর গত ৯ বছর যাবত পলাতক ছিলেন ঘাতক লিটন।
গত রবিবার ফেনীর সোনাগাজী উপজেলার রাঘবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল হোসেন ওই এলাকার হাফেজ আহম্মদের ছেলে। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল ঘাতক স্বামী। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিল র্যাব। রবিবার ফেনীর সোনাগাজী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য তাকে থানায় হস্তাস্তর করা হয়েছে।