হতাহতের ঘটনায় ভবন মালিক রিমান্ডে

গ্যাসের আগুন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ১:১৫ অপরাহ্ণ

নগরীর আকবরশাহ থানাধীন কাট্টলীর মরিয়ম ভবনে গ্যাসের আগুনে একজন নিহত ও ৫ জন আহতের ঘটনায় ভবনের মালিককে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে আকবরশাহ থানা পুলিশ মমতাজ মিয়ার ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কামরুল হাসান আজাদীকে এ তথ্য নিশ্চিত নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে উত্তর কাট্টলী থেকে পালিয়ে থাকা অবস্থায় মমতাজ মিয়াকে ভবনের ইনচার্জ বখতেয়ারসহ গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত সোমবার রাতে মরিয়ম ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধহুমায়ুন রশিদ তালুকদার পরিবেশ আদালতের স্পেশাল পিপি
পরবর্তী নিবন্ধশ্যামা পূজা আজ