চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি কন্টেনার টার্মিনালে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতদের জন্য বিভিন্ন অঙ্কের ক্ষতিপূরণের ঘোষণা এসেছে সরকার থেকে। হতাহতদের জন্য নগদ এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। নিহতদের দাফন-কাফন ও সৎকার এবং আহতদের চিকিৎসায় এ অর্থ ব্যয় করা হবে বলে রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তাতে বলা হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে ১ হাজার শুকনো খাবারের প্যাকেটও বরাদ্দ দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত শ্রমিকদের ২ লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া ঘোষণা দিয়েছে। গতকাল সকালে ডিপোতে গিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো আশরাফ উদ্দীন জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং প্রাথমিকভাবে আহতদের ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন। খবর বিডিনিউজের।
বিএম কন্টেইনার কর্তৃপক্ষ নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএম কন্টেনারের মালিক প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের জিএম (প্রশাসন) অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকী এই তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ১০ লাখ টাকা করে, গুরুতর আহত বা অঙ্গহানির শিকার হওয়া ব্যক্তিদের ছয় লাখ টাকা এবং কম আহতদের প্রত্যেককে চার লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া নিহতদের মধ্যে কারও পরিবারে শিশু থাকলে সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে বিএম কন্টেনারের পক্ষ থেকে। আহতদের চিকিৎসা খরচ বহনের প্রতিশ্রুতিও দিয়েছে কোম্পানিটি।