নতুন শুরুর ঘোষণা দিয়ে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলতে নামা বাংলাদেশের শুরুটা সেই পুরানোই হলো। আর হারার পর অধিনায়কের কণ্ঠে সেই পুরানো বুলিই শোনা গেল। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সেই পুরানো দৃশ্য গুলোরই চিত্রায়ন দেখাল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে গতকাল শুক্রবার পাকিস্তানের কাছে ২১ রানে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। মানসিকতার যে বদল নিয়ে সামপ্রতিক এত আলোচনা হয়েছে বাংলাদেশের ব্যাটিংয়ে এসবের কোনো ছাপ পড়েনি। ওপেন করতে নামা সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ পারেননি ভালো কিছু করতে। লিটন দাস অবশ্য চেষ্টা করেন পরিস্থিতির দাবি মেটানোর। তবে পারেননি বড় ইনিংস খেলতে। পারেননি আফিফ হোসেন, নুরুল হাসান সোহানরাও। টি-টোয়েন্টির দাবি কিছুটা মেটাতে পেরেছেন কেবল ইয়াসির আলি চৌধুরী। ততক্ষণে জয়ের আশা নেই বললেই চলে। টি-টোয়েন্টি দলে জায়গা পাকা করার লড়াইয়ে থাকা ব্যাটসম্যান নিজের কাজে সফল এ দিন দারুণভাবেই। মাত্র চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমে করেন ২১ বলে ৪২। তাতে পরাজয়ের ব্যবধান কমেছে কিছুটা। তবে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের ধরন ও মানসিকতা নিয়ে প্রশ্ন রয়েই গেল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধিনায়ক সোহানের কথায় বারবার উঠে এলো উন্নতি করতে চাওয়ার তাড়না। তিনি বলেন অবশ্যই আমরা কিছুটা হতাশ। উইকেট ভালো ছিল। আমাদের বোলাররাও সত্যিই ভালো করেছে। আমাদের কিছু জায়গায় উন্নতি করা প্রয়োজন। আমরা সেদিকে তাকিয়ে আছি। বোলাররা ভালো করেছে। তবে এখানেও কিছু জায়গায় উন্নতি করতে হবে। ব্যাটিংয়ে আমরা মাঝের ওভারগুলোয় দ্রুত উইকেট হারিয়েছি। এদিকে খেয়াল রাখতে হবে। লিটন ও রাব্বি ভালো ব্যাট করেছে। আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমরা সেটির অপেক্ষায় আছি। পরে সংবাদ সম্মেলনেও সোহান বললেন সেই একই কথা। পরের ম্যাচগুলোর জন্য আমাদের কিছু জায়গায় উন্নতি প্রয়োজন। সামনে বিশ্বকাপেও আছে। কিছু জায়গায় উন্নতি করতে হবে। যা বিশ্বকাপে আমাদের ভালো করতে সহায়তা করবে।












