হতাশায় নিমজ্জিত অবনী

সুমনা বড়ুয়া | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

নিরলস অবনী নিরাসক্ত চোখে স্থির

যেন বিগত যৌবন।

তপ্ত রোদ

মেঘের খাঁজে খাঁজে দহনের আগুন

অবিনশ্বর নজরদারিতে কীর্তিমান

বিলুপ্ত বোধ।

তোমার করপুট এখন গুলপট্টিতে ভরে গেছে

তোমার জমিনের পোষ্যরা বিক্ষুব্ধ বিচলিত

বৈসাদৃশ্যের চাষাবাদ তোমার বুকের ছোট্ট

আঁচলেতে। মধুকর মৌচাক নিয়ে ব্যস্ত

লুটেরা চেটেপুটে খেয়ে তবুও হয় না ক্ষান্ত

তথাকথিত বাঘিনীর চিৎকার হুংকার

আকাশ পাতাল কাঁপায়

অপর দিকে নিরীহ নারীকে বস্ত্রহীনা করে

বিকৃত লোলুপ কামনা লালসা মিটায়।

এ কেমন স্বাধীন দেশে দুর্ভিক্ষের চাষ

বিচারের দাঁড়িপাল্লায় একপেশে

ব্যবস্থার শাস্ত্র ঝুলে আছে

দুচোখ জুড়ে আশা নিরাশার দোলাচল

আহা বড়ই মর্মান্তিক মর্মকর প্রতিপল।

পূর্ববর্তী নিবন্ধমশার উপদ্রব থেকে রক্ষায় কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি
পরবর্তী নিবন্ধহিংসে অনুভূতির রক্তক্ষরণ