বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বৈশ্বিক করোনা মহামারী দুর্যোগে অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে ভালোবাসার উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের ২৬তম দিনে গতকাল শনিবার নগরীর আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে অসহায় পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল- ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি আটা, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ৫টি মাস্ক, ডেটল সাবান। সংগঠনের উপদেষ্টা প্রীতম চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক শান্তুনু দাশগুপ্ত।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শম্ভু দাশ, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, বাগীশিক কেন্দ্রীয় পৃষ্ঠপোষক তপন কান্তি ধর, যীশু সেন, লিটন কান্তি দে, বৃষ্টি বৈদ্য প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি মানবকল্যাণ বাগীশিকের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।