হতদরিদ্রদের পাশে মনজুর আলম

| শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশরের সাবেক মেয়র এম. মনজুর আলম বলেছেন, দরিদ্রদের প্রতি আল্লাহর রহমত আছে। অভাবঅনটন, দুঃখযন্ত্রণা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং ধৈর্য ধারণের পরীক্ষায় উত্তীর্ণ করে। গরীবদের জবাবদিহিতাও কম। সাবেক মেয়র হতদরিদ্রদের ধর্মীয় অনুশাসন মেনে ও ধৈর্য ধারণ করে জীবনজীবিকার আহ্বান জানান।

গতকাল শুক্রবার জুমার পর এইচ এম ভবন অডিটরিয়ামে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হতদরিদ্রদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রতিষ্ঠানের সভাপতি মো. নিজামুল আলম রাজুর সভাপতিত্বে সভায় পরিচালক মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সমাজসেবক নেছার আহমদ, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম এবং আবেদ আব্দুল্লাহ মনজুর আলমসহ অন্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুস রজভী মিলাদমাহফিল ও মোনাজাত পরিচালনা করেন। পরে হতদরিদ্র প্রায় ৫০০ জনের হাতে চাউল, অর্থ ও তবারুক তুলে দেন সাবেক মেয়র এম. মনজুর আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম ফাযিল মাদরাসার বার্ষিক সভা