হঠাৎ বাঁশখালী পৌরসভার টোল আদায়

চালকদের বিক্ষোভ, পরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৯ জুন, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভার প্রধান সড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে শুক্রবার সকাল থেকে টোল আদায় শুরু করে পৌর কর্তৃপক্ষ। কোনো ধরণের ঘোষণা ছাড়াই শুক্রবার সকাল থেকে সওজ বিভাগের বাঁশখালী প্রধান সড়কের পৌর এলাকায় সকল ধরণের যানবাহনে টোল আদায় শুরু করেন পৌরসভার দায়িত্বরত গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টরা। বেশ কিছু যানবাহন থেকে টোল আদায় করার পর শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ করেন এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর কাছে গেলে তিনি সওজের আওতাধীন সড়কে পৌরসভার টোল নেওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে দিলে এবং গাড়ি শ্রমিকদের বিক্ষোভের মুখে টোল গ্রহণ স্থগিত করে পৌর কর্তৃপক্ষ।
জানা যায়, ২০০২ সালে উপজেলা সদর জলদী ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হলেও বাস্তবে পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল অবস্থা। এ অবস্থায় সকল ধরনের গাড়ি থেকে টোল আদায়কে কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না শ্রমিকেরা। তার উপর করোনার কারণে যানবাহনগুলো নানা ভাবে চলাচল করতেছে। বাঁশখালী পৌরসভা এ গ্রেড়ে উন্নীত হলেও বাসিন্দাদের দাবি বাস্তবে আশানুরূপ উন্নয়ন হয়নি। কিন্তু অতিরিক্ত করের বোঝা চাপানো হচ্ছে নানাভাবে। ঘটনার ব্যাপারে বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীকে তার মোবাইল ফোনে অসংখ্যবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাঁশখালীর পিএবি সড়কটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আওতাধীন একটি সড়ক। এ সড়ক হতে
টোল আদায়ের কোনো নির্দেশনা সরকার বা সওজ থেকে পাওয়া যায় নি। বেআইনিভাবে পিএবি সড়ক ব্যবহারকারী যানবাহন হতে যারা টোল আদায় করছেন তাদের টোল আদায় বন্ধ করার জন্য বলা হয়েছে এবং চালকদের টোল প্রদান না করার জন্যও বলা হয়েছে। এর আগেও একবার পৌরসভা প্রধান সড়কে টোল আদায় করে। পরে জনতার প্রতিরোধে স্থগিত করে। সাধারণ জনগণের অভিযোগ, উন্নয়নহীন পৌরসভায় কারণে অকারণে জনগণের উপর করের বোঝাসহ নানা ধরনের টোল আদায় করা হচ্ছে যা অনৈতিক।

পূর্ববর্তী নিবন্ধআউশেও সুফল মিলবে রাবার ড্যামে
পরবর্তী নিবন্ধবায়েজিদে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু