রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার হিসাব বিভাগ ভবনের বারান্দার ছাদের প্লাস্টার হঠাৎ ধসে পড়ে আজ (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে। এসময় বিকট শব্দ হয়।
যখন প্লাস্টার ধসে পড়ে ঠিক তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শপথ পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
শপথের পূর্বে প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখছিলেন তা সবাই আগ্রহ সহকারে শুনছিলেন। সেই সময় ছাদে কয়েকজন ছাত্রী দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সাথে শপথ নিতে প্রস্তুত ছিল। কিন্তু সৌভাগ্যবশত ছাদের প্লাস্টার ধসেপড়ার কিছুক্ষণ পূর্বে ছাত্রীরা সেখান থেকে সরে নিচে নেমে আসে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দোতলায় ছিল মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদের কার্যালয়। তিনি বলেন, “যেভাবে ছাদের প্লাস্টার ধসে পড়েছে তাতে আমরা দোতলায় বসে অফিস করতে ভয় পাচ্ছি।”
এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, “ছাদের প্লাস্টার ধসে পড়ার সাথে সাথে উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ছাদটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে উপজেলা প্রকৌশলী মৌখিকভাবে রিপোর্ট দিয়েছেন।”
তিনি বলেন, “উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা বা কর্মচারী ঐ ঝুঁকিপূর্ণ ভবনে বসে অফিস করুক তা আমি চাই না।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ দোতলার অন্যান্য অফিস দ্রুত অন্যত্র সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।